কাবা চত্বরে মুসল্লিদের না ঘুমানোর অনুরোধ

ওমরাহ করতে আসা মুসল্লিদের কাবা চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়। এই বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
সৌদির হজ মন্ত্রণালয় থেকে এক টুইটবার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থী।
অতএব হে আল্লাহর অতিথিরা (ওমরাহযাত্রীরা), আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।
এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
সৌদি প্রশাসন সূত্রের খবর, ওমরাহ পালনের সময় ক্লান্ত হয়ে অনেকেই মসজিদ প্রাঙ্গণে শুয়ে বিশ্রাম নেন বা ঘুমিয়ে পড়েন।
ভিড়ের সময় তাদের পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেটি এড়াতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
যুগান্তর
