কাল লাহোরে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

পাকিস্তানের লাহোরে রোববার এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

সুপার ফোরের প্রথম ম্যাচটি লাহোরেই খেলবে টাইগাররা। আগামীকাল স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

আফগানদের হারানোর পর বাংলাদেশের নিট রান রেট দাঁড়িয়েছে (+) ০.৩৭৩। শ্রীলংকার (+) ০.৯৫১ আর আফগানিস্তানের (-) ১.৭৮০।

আজ লাহোরে শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফল যা-ই হোক না কেন, বাংলাদেশের সুপার ফোরে খেলা নিশ্চিত। শ্রীলংকাকে বিশাল ব্যবধানে হারিয়ে আফগানিস্তান যদি সুপার ফোরে ওঠে, তবে শ্রীলংকা বিদায় নেবে।

কাল সাকিবদের সুপার ফোর পর্বের লড়াই। এটি সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ, এবারের আসরেও সুপার ফোরের প্রথম ম্যাচ। সুপার ফোরে পাকিস্তানে এই একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। বাকি মাচগুলো হবে শ্রীলংকায়।

ফরম্যাট এমনভাবে করা হয়েছে, যেন ভারতের কোনো ম্যাচ পাকিস্তানে না পড়ে। গ্রুপের ফল যা-ই হোক না কেন, পাকিস্তান ‘এ-১’ ও ভারত ‘এ-২’ এবং শ্রীলংকা ‘বি-১’ ও বাংলাদেশ ‘বি-২’ হিসেবে সুপার ফোরে খেলবে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

এই হিসেবে কাল লাহোরে ‘এ-১’ পাকিস্তান ও ‘বি-২’ বাংলাদেশ মুখোমুখি হবে। ৯ সেপ্টেম্বর কলম্বোয় সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। কোনো অঘটন না হলে প্রতিপক্ষ শ্রীলংকা হওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে সুপার ফোর নিশ্চিত করার পর আরেকটা সুসংবাদ পেয়েছে বাংলাদেশ দল।

জ্বর থেকে সেরে ওঠায় গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দিতে লাহোরের পথে রওনা হন লিটন কুমার দাস।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

গতকাল রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লিটনের পাকিস্তান পৌঁছানোর কথা।

তিনি ঠিকঠাক পৌঁছতে পারলে সুপার ফোর পর্বের ম্যাচগুলোয় লিটনের খেলার সম্ভাবনা থাকবে। তবে এজন্য নিতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমতি।

কেননা তিনি অসুস্থ হয়ে পড়ায় এনামুল হককে এশিয়া কাপের স্কোয়াডে নেয়া হয়।

আরও পড়ুন:

গালফ বাংলা

Loading...
,