‘কিছুটা’ গতি ফিরেছে প্রবাসী আয়ে

চলতি মাসে প্রবাসী আয় কিছুটা গতি পেয়েছে। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিটেন্স এসেছে ১২৫ কোটি মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন
খাত সংশ্লিষ্টরা বলছেন, এই প্রবাহ অব্যাহত থাকলে এ মাসে সেপ্টেম্বরে আসা ১৩৪ কোটি ৩৬ লাখ ডলারের আয়কে ছাড়িয়ে যেতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, অক্টোবরের প্রথম ২০ দিনে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১১০ কোটি ডলার। বাকি ১৫ কোটি ডলার এসেছে রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
বৈধপথে প্রবাসী আয় বাড়াতে আগে থেকেই ব্যাংকের মাধ্যমে আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হতো। পরে ডলার সংকট কাটাতে আরও আড়াই শতাংশ প্রণোদনা দিয়ে প্রবাসী আয় আনার ঘোষণা আসে।
এর ফলে, ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনলে গ্রাহকেরা প্রতি ডলারে কম–বেশি ১১৫ টাকা পাচ্ছেন।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন:
