কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে কুয়েতের আব্দালি এলাকায় গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন আহত ও ১ জন নিহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

নিহত আব্দুল আলিম চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের মামা কুয়েতপ্রবাসী মোহাম্মদ শফিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল আলিম ওয়েল্ডিং মিস্ত্রী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন ২ জন বাংলাদেশি সহকারীসহ কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘৭ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। এরপর আর দেশে যাওয়া হয়নি তার। একেবারে তার লাশটা ফিরবে দেশে।’

আরও পড়ুন

গালফ বাংলা

Loading...
,