কুয়েতে পুলিশের হাতে কাতারি গাড়ি আটক

কুয়েতে কাতারি লাইসেন্সধারী একটি গাড়ি আটক করেছে কুয়েত পুলিশ। পুলিশের অভিযোগ, গাড়িটি একজন শিশু চালাচ্ছিল বলে সেটিকে আটক করা হয়।

কুয়েতের পত্রিকা আলমজলিসে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, এক শিশু নিজে ওই গাড়িটি চালিয়ে সুপারমার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে ফিরে যাচ্ছিল। পথে পুলিশ তাকে আটক করে।

কুয়েত পুলিশ জানায়, গাড়িটি একটি ল্যান্ডক্রুজার এবং তাতে কাতারের নাম্বারপ্লেট লাগানো ছিল। যে শিশুটি গাড়ি চালাচ্ছিল, তার পাশে আরেকটি শিশুও ছিল।

বর্তমানে গাড়িটি কুয়েত পুলিশ নিজ জিম্মায় আটক রেখেছে। তবে গাড়িটির কাতারি মালিক কে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Loading...
,