খাদ্য ও আশ্রয়ের জন্য শত শত আফগান পরিবার কাবুলের পার্কে

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাস্তুচ্যুত শত শত পরিবার কাবুলের একটি পার্কে অবস্থান নিয়ে খাদ্য ও আশ্রয়ের জন্য কাকুতিমিনতি করছে।

তীব্র রোদের মধ্যে বসে থাকা এসব মানুষগুলোর দিকে এক নজর তাকালেই তাদের দুর্দশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, চলতি মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ তালেবানের কবজায় আসতে শুরু করে। গত ১৫ আগস্ট তারা রাজধানী কাবুল দখল করে।

সাবেক সরকারের পতন ঘটার পর থেকে দেশটিতে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। হাজার হাজার আফগান দেশ ত্যাগের জন্য বিমানবন্দরে জড়ো হচ্ছেন, অনেকে তাদের প্রদেশ থেকে এসে রাজধানীর বিভিন্ন স্থানে আশ্রয় খুঁজছেন।

কোথাও কোনো আশ্রয় না পেয়ে তাদের অনেকেই এখন কাবুলের পার্কে মানবেতর জীবন কাটাচ্ছেন। এই মানুষগুলো জানে না, কখন দেশের পরিস্থিতি শান্ত হবে।

প্রখর রোদের মধ্যে বসে থাকা গৃহবধূ জাহিদা বিবি বলেন, ‘আমি বাজে পরিস্থিতির মধ্যে রয়েছি। আমার মাথাব্যথা করছে, খারাপ অনুভব করছি, আমার পেটে কোনো খাবার পড়েনি।’ আফগানিস্তানের উত্তরাঞ্চল থেকে আসা আহমেদ ওয়াসিম জানান, তাদের আশা কেন্দ্রীয় সরকার তাদের প্রতি মনোযোগ দেবে।

তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, পার্কে ও বিমানবন্দরে থাকা লোকদের তারা খাবার দিচ্ছেন না। কারণ এতে আরো ভিড় সৃষ্টি হবে। এই মানুষগুলোর উচিত তাদের বাড়িতে ফিরে যাওয়া।

উত্তর আফগানিস্তান থেকে আসা ফালওয়ান সামির জানান, তার শহরে যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে তারা পরিবার নিয়ে কাবুলে চলে আসেন। তিনি বলেন, বাড়িঘর পুড়ে গেছে এবং আমরা গৃহহীন হয়ে গেছি।’

Loading...
,