ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

চুয়াডাঙ্গায় জেসমিন খাতুন ওরফে আয়না খাতুন (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর রাতে সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জেসমিন ওই গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী। সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নিখিল অধিকারী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আটক করেছে। এরা হলেন— ওই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হাসান আলী (২৮), মৃত বাহার লস্করের ছেলে আব্দুর রহমান (৫২) ও ওসমান মণ্ডলের ছেলে মামুন মণ্ডল (২৭)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জীবিকার তাগিদে ১৮ বছর আগে কুয়েতে যান হাবিল। সময়-সুযোগ হলে বাড়িতে আসেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের আট বছর।
জেসমিনের বড় ভাই আব্দুর রব অভিযোগ করেছেন, মামুন মণ্ডল মোবাইল ফোনে তার বোনকে উত্ত্যক্ত করতেন। কয়েক দিন আগে ফোনে হুমকিও দিয়েছেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন বলেন, গতকাল রাতে হাবিলের ছোট ভাই হাসান হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের জানান। চিৎকার শুনে তারা জেসমিনের ঘরে গিয়ে তার রক্তাক্ত দেহ দেখতে পান। জেসমিনের গলায় ছুরি গেঁথে ছিল।
নিখিল অধিকারী আরও জানান, কারও একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক আলামতে মনে হচ্ছে, হত্যার আগে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
