চট্টগ্রামে এয়ার এরাবিয়ার আসনের নিচে সাড়ে ৩ কোটি টাকার সোনা

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ৩৮টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

৮টি সোনার বার কালো টেপ মোড়ানো দুটি প্যাকেটে লুকানো ছিল আসনের নিচে।

বুধবার রাত পৌনে ৮টার দিকে শারজাহ থেকে আসা ‘এয়ার এরাবিয়ার’ এর জি-৯৫২০ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই উড়োজাহাজে তল্লাশি চালান। এফ-৯ সিটের নিচে কালো টেপ মোড়ানো দুটি প্যাকেট সোনার বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা সোনার মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৫৪ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সোনার বারগুলো কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে বলে আব্দুল মতিন তালুকদার জানিয়েছেন।

কাতার এয়ারওয়েজে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন

আরও খবর

bdnews24.com

Loading...
,