চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৬ কোটি ২৫ লাখ ডলার

অক্টোবরে প্রতিদিন ৬ কোটি ২৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স আসছে। ২০২২ সালের একই সময়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছিলো পাঁচ কোটি আট লাখ ৫২ হাজার মার্কিন ডলার।

এ হিসাবে চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসী আয় বেড়েছে। গত মাসে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসার পর চলতি মাসে ঘুরে দাঁড়িয়েছে প্রবাসী আয়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, অক্টোবর মাসের প্রথম ২০ দিনে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১২৫ কোটি ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩ হাজার ৭৫০ কোটি ৭৭ লাখ টাকা।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ১৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১১০ কোটি ৩১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের সেপ্টেম্বরে গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছিলো। সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স আসে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স আসে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। পরের মাস আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

গালফ বাংলা

Loading...
,