ঝগড়া মিটিয়ে নতুন সম্পর্কের পথে কাতার-বাহরাইন

কাতার ও বাহরাইনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরেবের রাজধানী রিয়াদে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জেনারেল সেক্রেটারিয়েটের সদর দফতরে এ বিষয়ে বৈঠক করেছেন।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বৈঠকে উভয় পক্ষই উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়াতে একমত পোষণ করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমেদ বিন হাসান আল-হাম্মাদি ২০১৭ সালের দ্বন্দ্ব সমাধানের বিষয়ে আলোচনা করতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সঙ্গে দেখা করেছেন।

২০১৭ সালে কাতারের ওপর বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কূটনৈতিক অবরোধ আরোপ করে।

কাতারের বিরুদ্ধে ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা ও কট্টরপন্থীদের সমর্থনের অভিযোগ এনে এ অবরোধ আরোপ করা হয়। তবে কাতারের রাজধানী দোহার পক্ষ থেকে এমন অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে বাহরাইনের রাজপুত্র ও কাতারের আমিরের মধ্যে দুই দেশের সম্পর্কের জটিলতা নিয়ে টেলিফোনে কথা হয়। ওই ফোনকলই উভয় দেশের সম্পর্কের উন্নতির পূর্বাভাস দেয়।

আরবের চারটি দেশ কাতারের বিমান ও জাহাজকে তাদের আকাশসীমা ও জলসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য যোগাযোগ বিচ্ছিন্ন করে।

কাতারের সঙ্গে বাহরাইনের বিরোধের কারণ হলো ইরানের সঙ্গে কাতারের ঘনিষ্ঠতা ও সমুদ্রসীমা নিয়ে।

ইরান ও সৌদি আরবের মধ্যে আঞ্চলিক বিরোধ সমাধানের অন্যতম প্রচেষ্টা হলো সম্পর্ক পুনরুদ্ধার।

আরো পড়ুন

বাংলানিউজ

Loading...
,