ডাকাতের কবলে সর্বস্ব খোয়ালেন প্রবাসী

সৌদি আরব থেকে ছুটিতে ঢাকা ফিরে গ্রামের বাড়ি ফেনী যাওয়ার পথে ডাকাতের কবলে সর্বস্ব হারিয়েছেন মো. একরাম হোসেন শাহিন (২৬) নামে এক ব্যক্তি।

এ ঘটনায় গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলা করেন তিনি। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার কিংবা মালামাল উদ্ধার করতে পারেনি।

শাহিন ফেনীর দাগনভূইয়া পৌরসভার আলাইয়ারপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক লোকমান হোসেনের ছেলে।

শাহিন দেশ রূপান্তরকে জানান, তিন বছর আগে তিনি সৌদি আরব যান। ছুটি নিয়ে গত বৃহস্পতিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর গাড়ি ভাড়া করে গ্রামের উদ্দেশে রওনা দিয়ে সোনারগাঁয়ের মুগরাপাড়ায় ডাকাতের কবলে পড়েন।

ডাকাতরা তার ভিসাযুক্ত পাসপোর্ট, আপ-ডাউন টিকিট, দুই লাগেজ ভর্তি মালামাল, নগদ ৫৭ হাজার টাকা, দুটি আইফোন, স্বর্ণালংকার, ২ হাজার ৫০ সৌদি রিয়ালসহ সর্বস্ব লুটে নেয়। সর্বস্ব হারিয়ে রাস্তায় গড়াগড়ি করে কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

শাহিনের বাবা লোকমান হোসেন বলেন, ‘শাহিনের বিয়ের জন্য পাত্রী ঠিক করা হয়েছিল। হবু স্ত্রীর জন্য গহনা ও জামাকাপড় নিয়ে এসেছিল সে। ডাকাতরা সব নিয়ে গেছে।’

সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শাহিনের পাসপোর্টসহ মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাস্থল সোনারগাঁও হওয়ায় সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরাও তার মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

Loading...
,