নভেম্বরে উড়তে যাচ্ছে নতুন বেসরকারি এয়ারলাইন্স ফ্লাই ঢাকা

দেশের ১২তম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে চলতি বছরের নভেম্বরে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স।

ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর বলেন, ‘আমরা এ বছরের নভেম্বরের মধ্যে এয়ারলাইন্স কোম্পানি হিসেবে ফ্লাই ঢাকা চালু করতে প্রস্তুত।’

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

তিনি বলেন, ‘সাশ্রয়ী মূল্যের পাশাপাশি নিরাপদ ভ্রমণকে অগ্রাধিকার দিয়ে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেতে কাজ করছে তারা। কর্মী নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানিটি এগিয়ে যাচ্ছে।’

‘আমাদের লক্ষ্য কেবল দেশীয় বাজারে আধিপত্য বিস্তার করা নয়, বরং বৈশ্বিক পরিমণ্ডলে সেবা প্রসারিত করা। এজন্য এশিয়ার একটি জায়ান্ট এয়ারলাইন্সের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে,’ যোগ করেন তিনি।

অভ্যন্তরীণ রুটে এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে তাদের। পরবর্তীতে আন্তর্জাতিক সেবার দিতে ফ্লাই ঢাকা এয়ারলাইন্স এয়ারবাস/বোয়িং এয়ারক্রাফট সংযোজন করতে চায়।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

জাতীয় পার্টির সংসদ সদস্য ও ব্যবসায়ী আনিসুল ইসলাম মাহমুদ এই এয়ারলাইন্সের মালিক।

নিয়ম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে অন্তত এক বছর ফ্লাইট পরিচালনার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পায় এয়ারলাইন্স কোম্পানিগুলো।

গত ২৫ বছরে অর্থ সংকটে অন্তত আটটি বেসরকারি এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। সর্বশেষ ২০২২ সালে কার্যক্রম গুটিয়ে নেয় রিজেন্ট এয়ারওয়েজ।

ফ্লাই ঢাকা চালু হলে দেশে পরিচালিত বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা দাঁড়াবে চারটি। অন্য তিনটি এয়ারলাইন্স হলো নভো এয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রা।

আরো পড়ুন

TheDailyStar

Loading...
,