পিএসজি ছেড়ে কাতারের ক্লাবে “ভেরাত্তি”

ভেরাত্তিকে স্থায়ী চুক্তিতেই দলে নিচ্ছে আরাবি। তার জন্য ৪৫ মিলিয়ন ইউরো খরচ করছে কাতারি ক্লাবটি।
বাংলাদেশি টাকায় যা ৫২৮ কোটি টাকারও বেশি। দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, সোমবার (১১ আগস্ট) তার কাতারের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
আরাবিতে যোগ দেয়ার আগে ভেরাত্তির সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার গুঞ্জন ছিল। আল হিলালে যেতে নাকি কোনো আপত্তিও ছিল না ভেরাত্তির।
তবে চুক্তির বিষয়টি নির্ভর করছিল পিএসজির ওপর। হিলাল যে অর্থের প্রস্তাব দিয়েছিল, তাতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের কোনো ধরনের আগ্রহ হয়নি ভেরাত্তিকে ছাড়ার।
২০১২ সালে ইতালিয়ান ক্লাব পেসকারা ছেড়ে পিএসজিতে যোগ দেন মার্কো ভেরাত্তি। এরপর গত ১১ বছর ধরে পিএসজির জার্সিতে খেলছেন এই ইতালিয়ান মিডফিল্ডার।
পিএসজির হয়ে এখন পর্যন্ত ৪১৬ ম্যাচ খেলে ১১ গোল এবং ৬১টি অ্যাসিস্ট করেছেন ভেরাত্তি।
পিএসজি তো বটেই, লিগ ওয়ানের ইতিহাসেই মার্কো ভেরাত্তি অন্যতম সেরা খেলোয়াড়।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
৯টি লিগসহ পিএসজির হয়ে ৩০টি শিরোপা জিতেছেন তিনি, যা অনেকের কাছে স্বপ্নের মতো। তবে ক্যারিয়ারে কখনও চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি তার।
আরও পড়ুন:
গালফ বাংলা
