প্রথম বিদেশি মন্ত্রী হিসেবে আফগানিস্তান গেলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

আফগানিস্তানে তালেবান সরকার গঠিত হওয়ার পর প্রথম কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাবুল সফরে গেলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি।

১২ সেপ্টেম্বর রবিবার তিনি কাবুলে পৌঁছালে আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

পরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মোল্লা হাসানের সাথে বৈঠক করেন। এ সময় তালেবান সরকারের মন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং আফগান আলোচনা কমিটির প্রধান আব্দুল্লাহর সাথে বৈঠক করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে নিয়ে কাজ করার জন্য সব নেতার প্রতি আহবান জানান। পাশাপাশি তিনি আফগানিস্তানের পরিস্থিতি উন্নয়নে সবার ভূমিকার প্রশংসা করেন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
