প্রবাসীদের ঈদ আনন্দে বাদ সাধছে বিমানের টিকেট

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বিমানের টিকিট নিয়ে বিড়ম্বনায় প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত প্রবাসীদের বড় একটা অংশ পরিবার-পরিজন নিয়ে দেশে ঈদ আনন্দ উদযাপন করেন।

এবার সব এয়ারলাইনসেরই ওয়ানওয়ে টিকিটের দাম প্রায় ৭০ হাজার টাকার ওপরে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

এমনই নৈরাজ্য চলছে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ যাত্রার বিমান টিকিট নিয়ে।

অথচ এসব গন্তব্যে যারা যাচ্ছেন, তাদের প্রায় সবাই প্রবাসী শ্রমিক, দেশে আসা রেমিট্যান্সের সবচেয়ে বড় জোগানদাতা।

উৎসব আয়োজন ঘিরে প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা থাকে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কিন্তু আকাশ পথের উড়োজাহাজ প্রবাসীদের সেই আবেগ কি আর বুঝতে পারে! বিমান টিকিটের চড়া মূল্যে এমন আনন্দঘন সময় শুরু হওয়ার আগেই মলিন হয়ে পড়ে প্রবাসীদের চেহারা।

এবারও ঈদুল আজহায় অনেকে দেশে যাওয়ার পরিকল্পনা করলেও আকাশচুম্বী টিকিট মূল্যের কাছে হেরে গেছেন অনেক প্রবাসী।

দুবাই থেকে ঢাকা বা চট্টগ্রাম ওয়ানওয়ে বিমান টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২৪শ ও ৩ হাজার দিরহামে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকার ওপরে।

কোনো কোনো ট্রাভেলস এজেন্সিতে ঈদের আগেই নেই বাংলাদেশ বিমানের কোনো টিকিট। তবে দাম বৃদ্ধির ব্যাপারে ট্রাভেলস এজেন্সি বলছে, উৎসবের মৌসুমগুলোতে দাম এমন চড়াই থাকে।

অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ইচ্ছে থাকলেও হজের জন্য তা সম্ভব হয়নি।

এতে অনেক প্রবাসী দেশে ফেরার পরিকল্পনা বাতিল করছেন। কেউ কেউ বাতিল করেছেন ছুটির আবেদন। এমন অবস্থায় ঈদ বা উৎসব আয়োজনে বিমান টিকিটের মূল্য হ্রাস ও পর্যাপ্ত ফ্লাইট সুবিধা দেওয়ার দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা।

আরো পড়ুন

CTGKhobor

Loading...
,