প্রবাসীদের জন্য সহজ আরবি শিক্ষা: ২৪

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা খাতে কাজ করছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। কিন্তু আরবি ভাষায় প্রয়োজনীয় জ্ঞান না থাকায় অনেকেই বিভিন্ন সময় বিড়ম্বনা বা ভোগান্তির শিকার হয়ে থাকেন।
কোনো দেশে থাকাকালে ওই দেশের ভাষা শেখার বিকল্প নেই।
তাই মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য গালফ বাংলার পক্ষ থেকে প্রয়োজনীয় আরবি শব্দ ও বাক্য নিয়ে নিয়মিত এই আয়োজন।
পাঠকদের জন্য এই আয়োজনে কিছু জরুরি আরবি শব্দ ও বাক্য তুলে ধরা হচ্ছে।
নিয়মিতভাবে এই আয়োজন থেকে আরবি শিখলে আপনিও অল্প কয়েকদিনের মধ্যে আরবি ভাষায় মোটামুটি দক্ষতা অর্জন করতে পারবেন।
তাই নিয়মিত এই আয়োজনটি পড়ুন এবং শব্দগুলো মুখস্ত করে আপনার আশেপাশে লোকদের সাথে তা চর্চা করুন।
মুখালাফা:অপরাধ, আইন লঙ্ঘন
হাজিহি মুখালাফাহ মুরুরিয়া: এটি ট্রাফিক অপরাধ
গারামাহ: জরিমানা
আলাইকা গারামাহ: আপনার উপর জরিমানা আছে
সায়েক: চালক
আনা সায়েক: আমি চালক
রাকেব: যাত্রী
হুয়া রাকেব: সে একজন যাত্রী
তাসজিল: রেজিস্ট্রেশন
আইনা মাবনাত তাসজিল?: রেজিস্ট্রেশন ভবন কোথায়?
আগের আয়োজনগুলোর লিংক নিচে দেওয়া আছে। সেগুলো থেকেও শিখতে পারেন আরও অনেক শব্দ ও বাক্য।
গালফ বাংলা
