প্রবাসীর তালাবদ্ধ ঘর থেকে দুই সন্তান ও মায়ের মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলীতে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদ নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুই কন্যাসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মে) সাড়ে ৯ টার দিকে চম্পাতলী গ্রামে বাড়ির মূল দরজার তালা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আগেরদিন বৃহস্পতিবার মাজেদার অপর শিশু সন্তানকে নিয়ে শাশুড়ি পার্শ্ববর্তী আলীকদম উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন।
শুক্রবার সকাল থেকে এই বাড়িতে কারো সাড়া শব্দ পাননি প্রতিবেশীরা। পরে রাত সাড়ে সাতটার দিকে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে দুইটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
এ ঘটনাকে একটি পরিকল্পিত খুন বলছে পুলিশ। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তালাবদ্ধ ঘরে তিনজনের মরদেহ পাওয়া গেছে।
নিহতরা হলেন, মাজেদা বেগম (৪০) ও তার দুই মেয়ে রাফি (১৩) এবং দশ মাসের নূরী। তাদের সবার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, নিহতের মধ্যে মা মাজেদা বেগম ও তার মেয়ে নূরীর লাশ ঘরের মেঝেতে এবং রাফির লাশ খাটের উপর পাওয়া গেছে। এটি একটি পরিকল্পিত খুন।
ঘরের ভেতর আলমিরার তালা ভাঙা। কাপড়-চোপড় সব কিছুই এলোমেলো। দুর্বৃত্তরা বাহির থেকে তালা মেরে চলে গেছে।
- কখন ফ্লাইট বুক করলে খরচ কম হবে জানাবে গুগল ফ্লাইটস
- ফ্লাইট মিস হলে কী করবেন?
- ঢাকা টু মিডল ইস্ট—আকাশপথ কেন বিদেশিদের দখলে?
- ছয় দেশ থেকে প্রবাসী আয়ে বড় পতন
- ভুয়া সনদধারী প্রবাসী ও এর সঙ্গে জড়িতদের ধরতে বললেন প্রধানমন্ত্রী
ইত্তেফাক
