প্রবাসী দিবস এবার জাতীয়ভাবে পালিত হবে

প্রবাসীদের জন্য এ বছর থেকে জাতীয়ভাবে পালিত হবে জাতীয় প্রবাসী দিবস।
দেশের ৭৬টি মিশনসহ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২৯টি শ্রম উইং প্রবাসীদের সম্মানার্থে প্রথমবারের মতো দিবসটি পালন করবে।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
সরকার ৩০ ডিসেম্বর দিনটিকে জাতীয় প্রবাসী দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ বছর থেকেই তা পালন করা হবে বলে জানা যায়।
বিষয়টি নিয়ে গত সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সূত্রমতে, দিবসটি পালনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রথমে প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
এর ধারাবাহিকতায় মন্ত্রী পরিষদে প্রস্তাব আনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। পরে গত ৩ জানুয়ারি জাতীয় প্রবাসী দিবস নামে প্রস্তাবটি অনুমোদন হয়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, প্রতিবছর ২০ লাখ কর্মী শ্রমবাজারে প্রবেশ করছে।
তাই প্রবাসীদের সম্মান জানাতে সরকার এ বছর থেকে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবসের পাশাপাশি ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন করবে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকতারা জানান, প্রবাসীরা গড়ে বছরে ১৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠায়।
এ জন্য তাদের মযার্দা নিশ্চিত করা জরুরি। সরকার প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ দিবসটি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন
গালফ বাংলা
