প্রবাসী ভাইকে দেখতে এসে লাশ হলেন মা-মেয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় ভাইকে দেখতে এসে লাশ হলেন মা ও মেয়ে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের সাথে ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস (৩০) ও তার কন্যা ত্রিদিবা বিশ্বাস (আড়াই বছর)।

নিহত অঞ্জনা বিশ্বাসের দেবর সুমন বিশ্বাস জানান, তার ভাই পরিমল বিশ্বাসের সাথে বিয়ে হয় জেলা শহরের গোকর্ণ ঘাটের  অঞ্জনা বিশ্বাসের।

অঞ্জনার ভাই হরিপদ বিশ্বাস প্রবাসী। ভাই বিদেশ চলে যাবে বলে অঞ্জনা দুই ছেলে ও দুই মেয়েকে সাথে নিয়ে ভাইকে দেখতে আসছিল। দেখতে যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার ভাতিজা সৌরভ বিশ্বাস (১৭) ও ভাতিজি মন্দিরা বিশ্বাস (৬) জীবিত উদ্ধার হয়। তবে এ ঘটনায় অঞ্জনা বিশ্বাস ও তার মেয়ে ত্রিদিবা বিশ্বাস মারা যান।

Loading...
,