প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড় গোয়ালী গ্রামে শাহনাজ (২১) নামে এক গৃহবধূ প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত শাহনাজ সৌদি প্রবাসী জুম্মানের স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ২টার দিকে। সোমবার সন্ধায় দাউদকান্দি মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহনাজ এক সন্তানের জননী ছিলেন। তিনি বড় গোয়ালী গ্রামের মালেশিয়া প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে।

শাহনাজের নিকটাত্মীয় আল-আমিন জানান, শ্বশুর-শাশুড়ির সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয়ে বনিবানা না হওয়ায় মানসিক চাপে ছিলেন শাহনাজ। শ্বশুর-শাশুড়ির সাথে কলহের জেরেই আত্মহত্যা করেছেন তিনি। শাহনাজ মৃত্যুর আগে দুটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সোমবার সন্ধায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামাল হয়েছে।

Loading...
,