প্রবাস থেকে এসে অজ্ঞানপার্টির খপ্পরে নিঃস্ব প্রবাসী

রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ আহসান উল্লাহ (৬০) নামে এক সৌদি প্রবাসীর সর্বস্ব খোয়া গেছে।
মঙ্গলবার (৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তসলিম হোসেন বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৬০১ এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
তিনি আরও জানান, ওই প্রবাসীর কাছে থাকা পাসপোর্ট থেকে জানতে পারি যে, তিনি সৌদি প্রবাসী। আজ সৌদি থেকে ঢাকায় আসেন।
এয়ারপোর্ট থেকে আসার পথে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে অচেতন করে তার কাছে থাকা টাকা ও লাগেজ নিয়ে যায়।
প্রবাসীর জ্ঞান ফিরলে জানা যাবে তার কত টাকা খোয়া গেছে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলা কচুয়া থানায়।
আরও পড়ুন
গালফ বাংলা
