ফিলিস্তিনের পক্ষে খবর প্রচার করায় কাতারি দৈনিককে ফেসবুকের হুমকি
কাতারের একটি শীর্ষস্থানীয় আরবি দৈনিক পত্রিকার ফেসবুক পেজ বন্ধ করার হুমকি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফিলিস্তিনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পক্ষে খবর প্রকাশের ফলে এমন হুমকির শিকার হয় কাতারের শীর্ষস্থানীয় আরবি পত্রিকা লুসাইল। এটি আল শারক গ্রুপ থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা।
পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন ও ইসরায়েল সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও প্রচার করার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের পেজ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে।
লুসাইল পত্রিকার ফেসবুক পেজে ১ লাখ ১৯ হাজার ১৮৯ জন ফলোয়ার রয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বার্তায় বলেছে, লুসাইলের প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে ফেসবুকের গাইডলাইন লঙ্ঘন হয়েছে। এ ধরণের বিষয়বস্তু পুনরাবৃত্তি করলে এক সপ্তাহের জন্য পেজ বন্ধ করে দেওয়া হবে।
লুসাইল পত্রিকা কর্তৃপক্ষ অবশ্য বলেছে, ফেসবুকের হুমকিতে তাদের সংবাদ প্রচার কার্যক্রম বন্ধ করা হবে না।
