ফ্লাইট বিলম্বে যাত্রীদের ক্ষতিপূরণ দেবে সৌদি এয়ারলাইন্স

নতুন ‘এয়ারলাইন্স ক্ষতিপূরণ নিয়ম’ ঘোষণা করল সৌদি আরব।

এর আওতায় বিমান ছেড়ে যেতে বিলম্ব করলে এবং লাগেজ হারানো গেলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা।

যাত্রীদের অধিকার নিশ্চিত করতে নতুন এ নিয়ম জারি করেছে সৌদি আরবের জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন। খালিজ টাইমস

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

আগামী ২০ নভেম্বর থেকে নতুন এই নীতিমালা কার্যকর হবে। বিশেষ পরিস্থিতিতে যাত্রীরা তাদের টিকিটের ২০০ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন।

লাগেজ হারানো যাত্রীকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৬ হাজার ৫৬৮ সৌদি রিয়াল বা ১ হাজার ৭৫০ ডলার পর্যন্ত জরিমানা দেয়া হতে পারে।

নতুন নিয়মের লক্ষ্য হলো- বিমান পরিবহন পরিষেবাগুলোকে আপগ্রেড করা এবং দক্ষতা বাড়ানো।

এর মধ্য দিয়ে সৌদি আরবেও সৌদি থেকে বাইরে বিমানে ভ্রমণকারীদের অভিজ্ঞতা উন্নত করা।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

নতুন আইনে ৩০টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে, যা আগাম, বিলম্ব বা ফ্লাইট বাতিলের ক্ষেত্রে ভ্রমণকারীদের যত্ন, সহায়তা ও ক্ষতিপূরণের গ্যারান্টি দেবে।

আরও পড়ুন

গালফ বাংলা

Loading...
,