বন্ধুদের সঙ্গে লটারি কিনে ভাগ্য খুলল প্রবাসী বাংলাদেশির

সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তারেক ছাড়াও চলতি সপ্তাহের ই-ড্রতে ভারতীয় নাগরিক অনীশ কুমার ও কাতারের নাগরিক নাবিল বিনু নামে দুই প্রবাসী এক লাখ দিরহাম করে জিতেছেন।
চলতি মাসের প্রতি সপ্তাহে চারজন বিজয়ীকে এক লাখ দিরহাম করে দেবে আবু ধাবি বিগ টিকিট কর্তৃপক্ষ।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
আগস্টের প্রথম সাপ্তাহিক ড্র’তে বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শারজাহ শহরে বসবাসকারী ৩৩ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি হাসান তারেক।
খালিজ টাইমস জানায়, তারেক শারজাহ’র একটি পেইন্টিং ও ডেকোরেশনের দোকানের মালিক।
প্রায় সাত মাস আগে তিনি ও তার ১০ জন বন্ধু ফেসবুকে টিকিট বিজয়ী এক বাংলাদেশির ভিডিও দেখে নিজেদের ‘ভাগ্য পরীক্ষার চেষ্টা’ শুরু করেছিলেন।
তারেক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আমার গ্রুপের সদস্যদের সঙ্গে পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেব। নিজের অংশ বিনিয়োগ করব ব্যবসার প্রসারে।’
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
বিগ টিকিটের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তারা এতগুলো মানুষের জীবন পরিবর্তন ও তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন।’
আরও পড়ুন
গালফ বাংলা
