বাংলাদেশিদের উদ্দেশে সালমান খান যা বললেন

বলিউড তারকা সালমান খানের ছবি বাংলাদেশে মুক্তি পেয়েছে আজ। ‘কিসি কা ভাই কিসিকা জান’ সিনেমাটি দেখা যাবে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে।

গেল ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় পাঁচ মাস হলো বাংলাদেশে এসেছে। তবে ওই সময় ছবিটি ভারতে খুব বেশি সুবিধা করতে পারেনি। বাজেটের ২২৫ কোটি রুপির ধারেকাছেও যেতে পারেনি ছবিটি!

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

তবে বাংলাদেশে মুক্তি পাওয়া উপলক্ষে ভাইজান দিয়েছেন একটি বিশেষ বার্তা। বাংলাদেশিদের উদ্দেশে সেই বার্তায় লিখেছেন ‘কিসি কা ভাই কিসিকা জান’ সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

দর্শকরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন-নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম আনন্দদায়ক বিনোদন।’

নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান খান পোস্ট দেন সকাল ১১টায়। ছবিতে সালমান ট্যাগ করেছেন ছবিটির অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক-প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোকে।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসিকা ভাই কিসিকা জান’ ছবির প্রযোজক সালমান নিজেই। তার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি মুক্তি পেয়েছে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

ছবিতে অন্যান্য মূল চরিত্রে আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ আরও অনেকে।

‘কিসিকা ভাই কিসিকা জান’ ছবিটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহম্মদ ট্রেডার্স। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে এসেছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

এই সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমা।

আরও পড়ুন

গালফ বাংলা

Loading...
,