বাংলাদেশের কাতার যাত্রা পেছাচ্ছে যে কারণে

২১ বা ২২শে মে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার যাওয়ার কথা ছিল বাংলাদেশের। আপাতত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন এক সপ্তাহ পিছিয়ে কাতার যাবেন জামাল-সোহেলরা।

গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ২১ বা ২২শে মে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু কাতারে গিয়ে আমাদের ফুটবলাররা অনুশীলন ম্যাচ খেলতে পারবে না।

এমনকি জিম, সুইমিং সুবিধাও দিতে পারবে না স্বাগতিকরা। এ কারণেই আমরা কয়েকদিন পর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বাংলাদেশ তাদের সফর পেছালেও আগামীকাল বিকালে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ছে ভারত। ভারতেরও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই।

কিন্তু কোভিডের কারণে নিজ দেশে ক্যাম্প করতে না পারায় তারা আগে ভাগেই কাতার যাচ্ছে। এদিকে কাতারে এক সপ্তাহ আগে না গিয়ে পরে গেলে কোনো সমস্যা দেখছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘ওখানে আমরা অনেক সুযোগ-সুবিধা পাবো না।

সেই সুবিধাগুলো যদি না পাই তাহলে গিয়ে লাভ কি? এর চেয়ে আমাদের ফুটবলাররা তো এখানেই সব কিছু পাচ্ছে।’ ৩রা জুন বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। এএফসি’র নিয়ম অনুযায়ী টুর্নামেন্টের তিনদিন আগে সুযোগ-সুবিধা দিতে বাধ্য স্বাগতিক দেশ।

সেই হিসেবে বাংলাদেশ ৩০ বা ৩১শে মে কাতার যাবে। করোনাকালীন সময়ে কাতার ফুটবল ফেডারেশন অংশগ্রহণকারী দেশগুলোর কোয়ারেন্টিন মওকুফ করাতে পারলেও প্র্যাকটিস ম্যাচ এবং অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের কাছ থেকে অনুমতি নিতে পারেনি কাতার ফেডারেশন।

এদিকে জাতীয় দলের ফুটবলার নির্বাচন সঠিক হয় কিনা তা জানতে গতকাল পেশাদার লীগের তিন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বসেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। ক্লাবগুলো হলো- আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

Loading...
,