বাংলাদেশের পুজিবাজারে কাতারের কোম্পানি নিবরাসের যাত্রা শুরু
বাংলাদেশের পুজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সাবসিডিয়ারি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের কাছ থেকে ২০৬ কোটি টাকায় ১১ দশমিক ৭৬ শতাংশ শেয়ার কিনে নিল কাতারের কোম্পানি নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভি।
সম্প্রতি শেয়ার বিক্রির বিষয়ে দুই কোম্পানির মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুসারে প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য দাঁড়াবে ১ লাখ ৪৬ হাজার ৪১০ টাকায়।
নিবরাস পাওয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভির কাছে ইউনিক মেঘনাঘাট পাওয়ারের ১৪ হাজার ৬৪১টি শেয়ার বিক্রি করা হবে, যা কোম্পানিটির মোট শেয়ারের ১১ দশমিক ৭৬ শতাংশ।
শেয়ার বিক্রির বিষয়ে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের কোম্পানি সচিব মো. শরীফ হাসান বলেন, নিবরাস পাওয়ার বৈশ্বিকভাবে বিদ্যুৎ খাতের বড় প্রতিষ্ঠান। তাদের সঙ্গে অংশীদারিত্বের ফলে আমাদের সক্ষমতা বাড়বে।
কাতার সরকারের দুই প্রতিষ্ঠান কাতার ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার কোম্পানি ও কাতার ইনভেস্টমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে ২০১৪ সালে নিবরাস পাওয়ার প্রতিষ্ঠিত হয়। বৈশ্বিকভাবে বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে নিবরাস।
