বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার-যুক্তরাষ্ট্রের চুক্তি সই

২০২৬ সালের জানুয়ারি থেকে ১৫ বছর মেয়াদে বাংলাদেশে বছরে ১০ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য সোমবার কাতার এনার্জি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সিলারেট এনার্জির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

নর্থ ফিল্ড সম্প্রসারণ প্রকল্পে ইউরোপীয় ও এশীয় অংশীদারদের সঙ্গে কাতার এনার্জির করা সিরিজ চুক্তির সর্বশেষ চুক্তি এটি।

এটি ২০২৭ সালের মধ্যে কাতারের এলএনজি উৎপাদন বর্তমানের ৭৭ এমটিপিএ থেকে ১২৬ এমটিপিএতে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম কাতার এরই মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল-কাবি এক বিবৃতিতে বলেন, ‘এই নতুন চুক্তি এক্সিলারেটের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জ্বালানি চাহিদা এবং বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের পথে এর অগ্রযাত্রাকে সমর্থন করবে।’

আল-কাবি গত মাসে রয়টার্সকে জানান, কাতার এনার্জি এশিয়া ও ইউরোপে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের চুক্তি করতে পারবে বলে আশা করছেন তারা।

কাতার এনার্জি জানায়, এক্সিলারেট ২০২৬ ও ২০২৭ সালে ৮ লাখ ৫০ হাজার এমটিপিএ এবং ২০২৮ থেকে ২০৪০ সালের মধ্যে ১ এমটিপিএ এলএনজি কিনবে।

এটি বাংলাদেশের ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে পাঠানো হবে।

এক্সিলারেট এনার্জির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার ড্যানিয়েল বুস্টোস বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহের জন্য গত সেপ্টেম্বরে তার সঙ্গে আগাম আলোচনা হয়েছে।

আরো পড়ুন-

TBSNews

Loading...
,