বাংলাদেশে প্রবাসীর স্ত্রী ও দুই ছেলেকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ধারণা করছে, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই প্রবাসীর নিজ বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই প্রবাসীর সাত মাসের কন্যা শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহ আলম সৌদি আরব প্রবাসী। চর ছয়ানী এলাকায় প্রবাসীর নিজ বাড়িতে তার স্ত্রী তিন ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করতেন।

মঙ্গলবার সকালে গৃহপরিচারিকা বাড়ির ফটকে এসে একাধিকবার ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই ছেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আর সাত মাসের কন্যা শিশুকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও বড় ছেলের রক্তাক্ত মরদেহ মেঝেতে ও আরেক ছেলের মরদেহ বাথরুমে থেকে উদ্ধার করা হয়।

মা ও বড় ছেলের মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন:

গালফ বাংলা

Loading...
,