বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের কাছে এই আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নার্দিয়া সিম্পসন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার নার্দিয়া সিম্পসন জানান, বর্তমানে অস্ট্রেলিয়ায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের বিষয়ে আগ্রহ রয়েছে তার দেশের।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বর্তমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। পর্যটন ও এভিয়েশন শিল্পের উন্নয়নে আমাদের বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করার সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা আমাদের দেশে পর্যটনের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন। সে ক্ষেত্রে আমরা তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে মন্ত্রী জানান।

আরো পড়ুন-

ShareNews

Loading...
,