বাংলাদেশ থেকে ১ ডোজ টিকা নিয়ে কাতারে এলে লাভ কী?

যারা বাংলাদেশ থেকে করোনা টিকার এক ডোজ নিয়ে কাতারে চলে এসেছেন, তারা কি কাতারে দ্বিতীয় ডোজ টিকা পাবেন?

এমন প্রশ্নের উত্তরে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ড. হামাদ রোমাইহি বলেছেন, যে কোনো দেশ থেকে এক ডোজ টিকা নিয়ে কাতারে আসার পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। তবে সেজন্য টিকা গ্রহণকারীকে কাতারের আইডি থাকতে হবে। অর্থাৎ ভিজিট ভিসায় থাকা লোকেরা এই সুবিধা পাবেন না।

অবশ্য ড. রোমাইহি বলেন, যারা অন্য দেশে এক ডোজ নিয়ে কাতারে এসেছেন, তদেরকে কাতারে দ্বিতীয় ডোজ পেতে অপেক্ষা করতে হবে। কারণ বর্তমানে যারা কাতারে এক ডোজও পাননি, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে করোনা টিকার ১ ডোজ নিয়ে কাতারে এলে কি এক সপ্তাহের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে?

ড. রোমাইহি উত্তরে বলেছেন, এক ডোজ টিকা গ্রহণকারীদেরকে অবশ্যই কাতারে আসার পর নিয়ম অনুসারে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Loading...
,