বাংলাদেশ সফরে কাতার সেনাবাহিনীর প্রতিনিধি দল

বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কের আরো উন্নয়নে বাংলাদেশ সফরে এসেছে কাতার সশস্ত্র বাহিনীর উপ-প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
এই সফরের অংশ হিসেবে রোববার (১৭ সেপ্টেম্বর) পৃথক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন কাতার সশস্ত্র বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর এবং তার সফরসঙ্গী সদস্যরা। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
আইএসপিআর জানায়, কাতার মধ্যপ্রাচ্যের একটি উন্নত ও প্রভাবশালী রাষ্ট্র। বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্প্রতি প্রতিরক্ষা সহযোগীতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
একই সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে কাতার সশস্ত্র বাহিনীতে সদস্যদের প্রেষণে (ডেপুটেশন) প্রেরণ সংক্রান্ত ‘ইম্প্লেমেন্টিং এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় কাতার সফর করেছেন। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরো দৃঢ় ও সুসংহত করার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও কাতারের সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
ওই আমন্ত্রণের প্রেক্ষিতে কাতার সশস্ত্র বাহিনীর এই প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছেন। এ সফরকালে প্রতিনিধিদল প্রতিরক্ষা উপদেষ্টা ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন প্রশিক্ষণ স্থাপনাসমূহ, ডিফেন্স ইন্ডাস্ট্রি ও অন্যান্য সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করবেন।
এই সফরের ফলে প্রতিরক্ষা খাতে দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে প্রতীয়মান। একজন সফরসঙ্গীসহ কাতার সশস্ত্র
বাহিনীর এই প্রতিনিধি দল গত ১৬ সেপ্টেম্বর সরকারি সফরে বাংলাদেশে আসেন এবং আগামি ২২ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
সেনাপ্রধানের সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
আইএসপিআর জানায়, রোববার ঢাকায় সেনাসদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চীফ অফ স্টাফ মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর।
এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য কাতারি মিলিটারি ডেকোরেশনস অ্যান্ড মেডেলস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি।
সৌজন্য সাক্ষাতকালে উভয়েই ভাতৃপ্রতীম দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর উপরে গুরুত্বারোপ করেন।

আইএসপিআর জানিয়েছে, এসময়ে সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এই জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত
আইএসপিআর জানিয়েছে, বনানীতে নৌবাহিনী সদর দফতরে ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ওই কাতার সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা।
সৌজন্য সাক্ষাতকালে ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সফরের জন্য কাতার ডেপুটি চীফ অব স্টাফ মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
পরে তারা দু’দেশের প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
কাতার আর্মড ফোর্সের ডেপুটি চীফের এ সফরের মধ্য দিয়ে কাতার ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক উন্নয়নসহ প্রশিক্ষণ ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
বিমান বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত
রোববার আলাদা সময়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতার সশস্ত্র বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসরসহ প্রতিনিধি দল। বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সফরকালে কাতার সশস্ত্র বাহিনীর উপপ্রধান বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বেক্সিমকো ফেব্রিকস এবং বিএএফ ইউনিফর্ম ও ম্যাডেল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরী পরিদর্শন করবেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
কাতার সশস্ত্র বাহিনীর এ প্রতিনিধি দলের সফরে দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
আইএসপিআর পৃথক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে রোববার পৃথক সময়ে কাতার সশস্ত্র বাহিনীর উপপ্রধান (প্রশাসন) মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
ঢাকা সেনানিবাসে এএফডিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পারিক বন্ধুত্বপূর্ণ এবং প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
গালফ বাংলা
