বিদেশগামীদের জন্য সুখবর

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রীপরিষদ সচিব।

করোনার শুরু থেকেই প্রবাসীদের ভোগান্তির শেষ নেই। বিমানবন্দরে পিসিআর টেস্ট না থাকায় বিদেশে যেতে নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে তাদের।

দুই ধরনের কোভিড সনদের বাধ্যবাধকতার কারণে বাংলাদেশসহ পাঁচটি দেশের যাত্রীরা শেষ গন্তব্যস্থল হিসেবে দুবাইয়ে যেতে পারবেন না বলে সম্প্রতি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা এমিরেটস।

এতে ছুটিতে দেশে এসে অনিশ্চয়তায় পড়েছেন কয়েক হাজার প্রবাসী শ্রমিক। এ অবস্থায় প্রবাসীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে দেশের বিমানবন্দরে পিসিআর টেস্টের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অন্যান্য দেশের মত বিমানবন্দরে করোনা টেস্টের ব্যবস্থা করা হবে। এটা অনেকটা কুইক টেস্টের মত হবে। ৪ ঘন্টায় রেজাল্ট পাওয়া যাবে। দ্রুত সময়ের মধ্যে এ ব্যবস্থা চালু করা হবে।

কমপক্ষে ছয় হাজার প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে কাজে ফিরে যাওয়ার অপেক্ষায়। দ্রুত সমস্যার সমাধান না হলে কাজ হারাবেন অনেকেই।

বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা করতে সম্প্রতি অবস্থান কর্মসূচি করে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা।

এরআগে বিদেশগামী প্রবাসী কর্মীদের সুবিধার্থে ছয় ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট প্রদানের জন্য বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা দরকার বলে মন্তব্য করেছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মোসলেম উদ্দিন আহমেদ বলেন, করোনার রিপোর্ট পাওয়ার ছয় ঘণ্টা পরে বিমানযোগে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয় না। ফলে, অনেক বিদেশগামী কর্মীকে হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, বিদেশ যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ থাকতে হয়। অনেক সময় করোনা পরীক্ষায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি বিবেচনা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের আহ্বান করেন সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদের করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা হলে, দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট পেলে কর্মীরা হয়রানি মুক্তভাবে, যথাসময়ে বিদেশে যেতে পারবেন বলেও জানান তিনি।

Loading...
,