বিদেশফেরত নিবন্ধন ফর্ম পাওয়া যাবে যেভাবে

বিদেশফেরতদের নিবন্ধন ফরম এখন থেকে আমি প্রবাসী অ্যাপ এবং এ টু আইয়ের প্রবাসী হেল্প ডেস্কে পাওয়া যাচ্ছে।

এর ফলে এখন থেকে হেল্প ডেস্ক বা যে কোনও স্থান থেকে বিদেশফেরতেরা অনলাইনে এই নিবন্ধন করতে পারবেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে বাংলাদেশে ফেরত আসা অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য বিভিন্ন সেবা প্রদান করে।

বিদেশফেরত অভিবাসীরা ফরমটি নিবন্ধন করার মাধ্যমে ব্র্যাক থেকে— মনো-সামাজিক, সামাজিক এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণের সেবাগুলো নিতে পারবে।

খুব সহজে নিবন্ধনের মাধ্যমে যেন তারা এই সেবা নিতে পারে সেজন্য এখন থেকে এটি আমি প্রবাসী এবং এ টু আইয়ের হেল্প ডেস্কে পাওয়া যাবে। ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে যে কেউ অনলাইনে বা হেল্প ডেস্কে গিয়ে এই সেবা পাবেন।

আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা বিএমইটির নিবন্ধন, অনলাইন প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন, বুকিং, ডিজিটাল সার্টিফিকেট, এবং কিউ-আর কোড যুক্ত বিএমইটি স্মার্ট কার্ডসহ নানা সেবা পাচ্ছেন।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

ব্র্যাকও আমি প্রবাসী বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের পাশাপাশি সম্ভাব্য অভিবাসীদের সেবা দেওয়ার জন্য নানা ধরনের কাজ করে যাচ্ছে।

ব্র্যাক থেকে মনো-সামাজিক, সামাজিক এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণের সেবাগুলো নিতে কোনও অর্থ খরচ হবে না। ব্র্যাক বিনা খরচে বিদেশফেরতদের এসব সেবা দিয়ে আসছে।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অভিবাসন অধ্যুষিত জেলাগুলোতে স্থাপিত ব্র্যাকের রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার থেকে এসব সেবা পাওয়া যাবে।

আরও পড়ুন:

গালফ বাংলা

Loading...
,