বিমানবন্দরে নমুনা পরীক্ষার ফি কমিয়ে ১৬০০ টাকা নির্ধারণ

প্রবাসী ও বিদেশগামীদের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা শনাক্তকরণের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে আরটি পিসিআর ল্যাব।
খুব দ্রুতই সেখানে শুরু হবে নমুনা পরীক্ষা। তবে ভিন্ন দামে নয়, নমুনা পরীক্ষার জন্য সব বেসরকারি প্রতিষ্ঠানের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬০০ টাকা। সেইসঙ্গে নমুনা পরীক্ষার ফলাফলে কোনো অসঙ্গতি পাওয়া গেলে থাকছে র্যাপিড পিসিআরের মতো বিকল্প ব্যবস্থাও।
২৫ সেপ্টেম্বর শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে স্থাপন হওয়া ল্যাব পরিদর্শন করে কারিগরি কমিটির সদস্যরা। পরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিমানবন্দরে নমুনা পরীক্ষার জন্য অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবনা অনুযায়ী ভিন্ন ভিন্ন দামের পরিবর্তে এক হাজার ৬০০ টাকা ফি নির্ধারণের সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘একেক প্রতিষ্ঠানের একেক ধরনের মূল্য থাকলে সেটি নমুনা পরীক্ষায় সমস্যা তৈরি করবে। এজন্য অনেক আগেই আমি সব প্রতিষ্ঠানের জন্য একটি মূল্য নির্ধারণ করে দেওয়ার প্রস্তাবনা দিয়েছিলাম। আজ সেটি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এক হাজার ৬০০ টাকা দিয়ে নমুনা পরীক্ষা করাতে পারবেন প্রবাসীরা।’
এর আগে, এ দিন সকালে ল্যাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, বিমানবন্দরের ল্যাব শতভাগ প্রস্তুত। শেষ মুহূর্তের কাজ (টিউনিং কাজ) সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১০০ জনের নমুনা পরীক্ষা করা হবে। তবে কবে থেকে প্রবাসীদের নমুনা পরীক্ষা শুরু হবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ এমনকি এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিমানবন্দরের ল্যাবগুলোতে পরীক্ষার জন্য কোনো নমুনা সংগ্রহ করানো হয়নি।
জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে। ইতোমধ্যেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি খুব দ্রুতই নমুনা সংগ্রহ করে কাজ শুরু করা হবে।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এখানে ১২টি আরটিপিসিআর ল্যাবে প্রতি তিন ঘণ্টায় ১ হাজার ৪৫২ জনের নমুনা পরীক্ষা করা যাবে। আর ফলাফল জানানো হবে নমুনা নেওয়া থেকে তিন ঘণ্টা সময়ের মাঝে। এক্ষেত্রে বিমানবন্দরে রেজিস্ট্রেশন করতে আগের নেগেটিভ রেজাল্ট ফরম স্ক্যান করলেই অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। পরীক্ষা শেষে নমুনা দেওয়ার স্থানেই মিলবে রিপোর্ট।’
