বিমানের টয়লেটে ১০ কোটি টাকার স্বর্ণ

দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের টয়লেট থেকে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-৪০৪০ ফ্লাইট থেকে আগত ওই বিমানের টয়লেট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
এ বিষয়ে আজ বুধবার বেলা ১১টায় বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে বিমানের টয়লেট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। এসব স্বর্ণ ১২০টি বারে পাওয়া যায়, যার ওজন ১৩.৯২ কেজি।
শফিকুল ইসলাম বলেন, দুবাই থেকে আগত বাংলাদেশ বিমান থেকে যাত্রী নামার পর এসব স্বর্ণ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, আমরা আরও স্বর্ণের বার উদ্ধার করতে পারব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
