বাংলাদেশ বিমানে দুই যাত্রীর কিল-ঘুষির ভিডিও ভাইরাল!

বিমান বাংলাদেশের বোয়িং-৭৭৭ এয়ারলাইন্সের এক ফ্লাইটে দুই যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, খালি গায়ে এক যুবক পাশের যাত্রীকে কিল ঘুষি দিচ্ছেন। ওই লোকও ছেড়ে কথা বলেননি।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায়, বিমানের মধ্যে দুই যাত্রী মারপিট করছেন।
এক ব্যক্তি নিজের আসনে বসে আছেন। আর দাঁড়িয়ে থাকা যুবক আসনের সামনে খালি গায়ে উদ্ভট আচরণ করছেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
ওই যুবক আসনে বসে থাকা যাত্রীর কলার ধরেন বসেন। আসনে বসে থাকা ওই যাত্রীও থাপ্পড় মারেন। পাল্টা ওই যুবকও ঘুষি মারতে থাকেন।
ভিডিওতে জামা ছাড়াও ওই যুবককে অনেক বিরক্ত লাগছিল। তিনি অন্য যাত্রীর সঙ্গে আসন বা অন্যকিছু নিয়ে মারামারি করছিলেন। তাদের বিবাদ থামাতে বিমানে থাকা কয়েকজন ছুটে আসেন।
ভিডিওতে আরও দেখা যায়, যুবককে ছাড়ানোর চেষ্টা করেন তারা। এ ঘটনায় বিমান বাংলাদেশের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া এই ঘটনা ঠিক কবে ঘটেছে বা কোথায় তা জানা যায়নি।
আরও খবর পড়ুন
এভিয়েশননিউজবিডিডটকম
