বিশ্বের এয়ারলাইন তহবিলের ২১৪ মিলিয়ন ডলার আটকে রেখেছে বাংলাদেশ

বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার পাওনা ২১৪ মিলিয়ন ডলার আটকে রেখেছে বাংলাদেশ। রোববার (৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।
গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে বিশ্বের এয়ারলাইন শিল্পে আটকে রাখা তহবিলের হার বেড়েছে ৪৭%।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
২০২২ সালের এপ্রিলে আটকে রাখা তহবিলের পরিমাণ ছিল ১.৫৫ বিলিয়ন ডলার; যা এ বছরের এপ্রিলে বেড়ে দাঁড়িয়েছে ২.২৭ বিলিয়ন ডলার।
বর্তমানে বিশ্বের মাত্র ৫টি দেশ এই তহবিলের ৬৮% আটকে রেখেছে।
নাইজেরিয়া: এ তালিকায় শীর্ষে রয়েছে নাইজেরিয়া, তহবিলের ৮১২.২ মিলিয়ন ডলার আটকে রেখেছে দেশটি
বাংলাদেশ: দ্বিতীয় অবস্থানেই আছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ২১৪.১ মিলিয়ন ডলার
আলজেরিয়া: তৃতীয় অবস্থানে থাকা আলজেরিয়ার কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ১৯৬.৩ মিলিয়ন ডলার
পাকিস্তান: বিমান সংস্থাগুলোর পাওনা ১৮৮.২ মিলিয়ন ডলার আটকে রেখেছে পাকিস্তান
লেবানন: লেবাননের কাছে বিমান সংস্থাগুলোর পাওনা ১৪১.২ মিলিয়ন ডলার
আটকে থাকা তহবিলের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএটিএ।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
আইএটিএ মহাপরিচালক (ডিজি) উইলি ওয়ালশ জোর দিয়ে বলেন, যেসব দেশ থেকে এয়ারলাইনগুলো অর্থ আয় করতে পারছে না, সেসব দেশে কার্যক্রম চালিয়ে রাখতে পারবে না তারা।
এয়ারলাইনগুলোর সাথে সংযোগ চলমান রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ওয়ালশ।
এয়ারলাইনগুলোকে টিকিট বিক্রি, কার্গো স্পেস এবং অন্যান্য কর্মকাণ্ড থেকে উদ্ভূত এই অর্থ ফেরত পাঠাতে সংশ্লিষ্ট সরকারগুলোকে আন্তর্জাতিক চুক্তি ও চুক্তির বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ জানিয়েছে আইএটিএ।
আরো পড়ুন
TBSNews
