সারা বিশ্বে মোট প্রবাসীর সংখ্যা কত- কোন বিভাগের মানুষ বিদেশে বেশি?

বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। আর সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি নাগরিক বিদেশে অবস্থান করছেন। এদের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন। দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিভাগের ১৪ লাখ ৩১ হাজার জন। তৃতীয় অবস্থানে রয়েছেন সিলেট বিভাগের ৫ লাখ ৭৩ হাজার।

অন্যদিকে সবচেয়ে কম বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন রংপুর বিভাগের মানুষ। মাত্র ১ লাখ ১৫ হাজার জন প্রবাসে রয়েছেন। এরপরের অবস্থানে আছেন ময়মনসিংহ বিভাগ ১ লাখ ৫৪ হাজার।

প্রতিবেদনে দেখা যায়, গত দুই বছরে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন ৪ লাখ ৬৬ হাজার মানুষ। ফেরার তালিকায় প্রথমেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।

চট্টগ্রাম বিভাগের প্রবাসীদের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার। ফেরার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগের বাসিন্দারা। তাদের সংখ্যা ১ লাখ ৩২ হাজার জন। এরপর খুলনা বিভাগের সংখ্যা ৩৯ হাজার জন।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অনুষ্ঠানে জানানো হয়েছে, দেশে ষষ্ঠ জনশুমারি হয় গত বছর ১৫ জুন থেকে ২১ জুন। বিবিএসের চূড়ান্ত হিসাবে বলা হয়েছে, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।

এর মধ্যে নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ এবং পুরুষ ৮ কোটি ৪১ লাখ।

আরও দেখতে

বাংলা ট্রিবিউন

Loading...
,