ভাইদের সাথে হাস্যোজ্জ্বল কাতারের আমির শেখ তামিম

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিতে নিজের দুই ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় আমিরকে দেখা গেছে।

একটি রেস্তোরাঁর সামনে খাবারের টেবিলে ছবিটি তোলা হয়। এ সময় আমির শেখ তামিম বিন হামাদ আলথানির সাথে ছিলেন তাঁর ভাই ও আন্তর্জাতিক অঙ্গণে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসেম বিন হামাদ ও আরেক ভাই শেখ খলিফা বিন হামাদ।

তিন ভাইয়ের এমন হাসিমুখের ছবি কাতারিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

Loading...
,