ভাইয়ের হাতে প্রবাসী খুন

মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামে শনিবার ভাইয়ের লাঠির আঘাতে জিয়াউর রহমান নামে এক সৌদি প্রবাসী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই তাইদুল ইসলামকে পুলিশ আটক করেছে।

জমি নিয়ে সদর উপজেলার আইনপুর গ্রামের মৃত সুরুক মিয়ার ছয় ছেলের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। করোনার লকডাউনে আটকে পড়া সৌদি আরব প্রবাসী জিয়াউর রহমান গতকাল বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন।

এ সময় তার ছোট ভাই এমদাদুল ও তাইদুল তাকে বাধা দেন। বাধা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখলে এমদাদুল লাঠি দিয়ে জিয়াউরের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, মূলহোতা এমদাদুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Loading...
,