ভারতে বাড়ছে করোনা, ছয় মাসের মধ্যে আক্রান্তের রেকর্ড

পার্শ্ববর্তী দেশ ভারতে আবারো বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের বিস্তার। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে দেশটিতে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

বুধবার ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৫ জন। যা গত ছয় মাসের মধ্যে আক্রান্তের দিক দিয়ে রেকর্ড এবং আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ।

ভারতের হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা এবং পাঞ্জাবে মাত্র তিন সপ্তাহের মধ্যে দৈনিক করোনা পজিটিভ শনাক্ত হওয়ার হার ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুসারে, দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ৫২১ ছুঁয়েছে, যা সাত মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

গত বছরের ২৭ আগস্ট শেষ বারের মতো বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।

ভারতে করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে, দিল্লির স্কুলগুলি শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পাসে ফেস মাস্ক ব্যবহার করে কোভিড বিধি অনুসরণ করতে বলেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৭১৯ জনে পৌঁছেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৯১৬ জনে।

আরো পড়ুন

DeshRupantor

Loading...
,