কাতারে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা ‘বেল বটম’

মাত্রই মুক্তি পেলো অক্ষয়ের ছবি ‘বেল বটম’। এরই মাঝে পড়তে হলো নিষেধাজ্ঞার কবলে। মধ্যপ্রচারের তিনটি দেশ সৌদি আরব, কাতার ও কুয়েতে ছবিটি নিষিদ্ধ হয়েছে।

দেড় বছর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো অক্ষয়ের ‘গুড নিউজ’। বলিউড হাঙ্গামা বলছে, প্রদর্শনের অনুপযোগী কনটেন্ট হওয়ায় এ নিষেধাজ্ঞা।

পত্রিকাটি বলছে, ছবির একটি দৃশ্যে লাহোর থেকে দুবাইয়ে বিমান ছিনতাইয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে, প্রকৃত ঘটনা নাকি ঘটেছিল ১৯৮৪ সালে। সে সময় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ব্যক্তিগতভাবে ওই পরিস্থিতি সামলেছিলেন এবং সংযুক্ত আর আমিরাত কর্তৃপক্ষ ছিনতাইকারীদের পাকড়াও করেছিল।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেন্সর বোর্ডের ওই দৃশ্যে ঘোর আপত্তি রয়েছে। আর সে কারণেই নাকি সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতের সেন্সর বোর্ড নাকি সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিতে পারে।

‘বেল বটম’ পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। প্রযোজনা করেছে ভাগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্ত।

Loading...
,