কাতার

কুয়েতে নিহত দুই ভাইয়ের দাফনকার্যে অংশ নেন অনেক কুয়েতি নাগরিক
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ কাতারি তরুণ সহোদরের মৃত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই কাতারি তরুণ সহোদর। এরা হলেন জাবের বিন সাইদ আল আজবা আলমাররি ও ফাহাদ বিন সাইদ আল আজবা আলমাররি।

কুয়েতের সৌদি-কুয়েত সীমান্তে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এমন মৃত্যুর খবরে কাতারে আলমাররি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মুখোমুখি দুটি গাড়ির এই দুর্ঘটনায় বেশ কয়েকজন সৌদি তরুণ আহত হন।
শুক্রবার জুমার পর কুয়েতে এই দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আলছুবহান কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।
