মাটি খুঁড়ে মিলল নিখোঁজ যুবকের লাশ, আটক প্রবাসীর স্ত্রী

নাটোরের বড়াইগ্রামে বাড়ির উঠানের মাটি খুঁড়ে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রবাসীর এক স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার জলন্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল হাসান।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
নিহত শাহীন হোসেন (৪০) নাটোর সদর উপজেলার গাঁওপাড়া ঢালান গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি জেলা জজকোর্টের এক আইনজীবীর মুহুরী হিসেবে কাজ করতেন।
আটক হোসনে আরা বেগম (৩২) ওই এলাকার হেলাল হোসেন ফালুর মেয়ে এবং সিংড়া উপজেলার ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী।
পুলিশ সুপার তারিকুল বলেন, শাহীনকে খুঁজে না পেয়ে গত ৯ অগাস্ট সদর থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন তার বাবা।
পরে শাহীনের মোবাইলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রবাসী আইয়ুবের বাড়িতে তার ফোন নম্বর বন্ধের তথ্য পায় পুলিশ।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
“শাহীনের সঙ্গে হোসনে আরার কথোপকথনের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে হোসনে আরাকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হোসনে আরা তার বাবার বাড়ির উঠানে শাহীনকে পুঁতে রাখার কথা স্বীকার করেন।”
পরে পুলিশ প্রায় ১০ ফিট মাটি খুঁড়ে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান পুলিশ সুপার।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন
গালফ বাংলা
