মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৮৫ বাংলাদেশিকে আটক করেছে অভিবাসন বিভাগ। বৈধ কাগজপত্র না থাকায় এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির এক বিবৃতিতে বলেছেন, ২৪ জানুয়ারি (বুধবার) রাজ্যের সেনাই এলাকায় বেশ কয়েকটি কারখানায় অপারেশন মাহির নামের এই অভিযানে সঠিক ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই—এমন বিদেশি কর্মীদের আটক করা হয়।

এদের মধ্যে রয়েছেন ২০-৪৭ বছর বয়সী ৬৯ বাংলাদেশি পুরুষ, ৭ ভারতীয় পুরুষ, ৪ শ্রীলঙ্কার পুরুষ এবং মিয়ানমারের এক দম্পতি।

বাহারউদ্দিন বলেন, বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না থাকায় এবং অতিরিক্ত অবস্থান করার কারণে আটক শ্রমিকরা অভিবাসন আইন লঙ্ঘন করেছেন এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এর অধীনে তাদের পাসপোর্টের শর্তাবলী লঙ্ঘন করেছেন।

বাহারউদ্দিন আরও বলেন, বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে সেনাইয়ের বেশ কয়েকটি খাদ্য ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালায় অভিবাসন বিভাগ।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অভিযানে এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসন অপরাধে ৪০ বিদেশিকে আটক করেন। আটকদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬, পাকিস্তানি ২, একজন নেপালি ও ১ জন ভারতের।

আরো পড়ুন-

DhakaMail

Loading...
,