মাসের শুরুতে আজ কাতার রিয়ালের রেট কত?

বাংলাদেশি টাকার বিপরীতে কাতার রিয়ালের রেট এখন সর্বকালের রেকর্ড ভেঙেছে। প্রায় প্রতিদিনই দরপতন হচ্ছে বাংলাদেশি মুদ্রার।
তবে মাসের শুরুতে আজ প্রথম দিন বাংলাদেশি টাকায় রিয়ালের রেট সামান্য বেড়েছে মানিগ্রামে। তবে গতকাল রবিবারের মতো আজও কাতার রিয়ালের রেট বেশ কিছু এক্সচেঞ্জে ২৯ টাকার চেয়ে বেশি একইরকম রয়েছে।
আজকের সবচেয়ে বেশি রেট পাওয়া যাচ্ছে আল-জামান এক্সচেঞ্জ ও আলদার এক্সচেঞ্জসহ আরও কয়েকটি এক্সচেঞ্জে।

আলজামান এক্সচেঞ্জে আজ রবিবার কাতার ১ রিয়ালের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে ২৯.৮২ টাকা।
আলজামান এক্সচেঞ্জে চলছে সোনার কয়েন অফার। বিস্তারিত দেখে নিন এখানে ক্লিক করে
ওয়েস্টার্ন ইউনিয়ন: ২৭.৮৪ টাকা।
ইসলামিক এক্সচেঞ্জ: ২৯.৩৮ টাকা (একাউন্ট)
আলফারদান এক্সচেঞ্জ: ২৮.৪০ টাকা।
ট্রাস্ট এক্সচেঞ্জ: ২৯.০৮ টাকা
ইউনিমনি এক্সচেঞ্জ: ২৯.৮২ টাকা
ইস্টার্ন এক্সচেঞ্জ: ২৮.২০ টাকা।
আল মিরকাব এক্সচেঞ্জ: ২৯ টাকা।
আলমানা এক্সচেঞ্জ: ২৯.৩৫ টাকা
এরাবিয়ান এক্সচেহ্জ: ২৯.৮২ টাকা।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এছাড়া উরিদু মানির মাধ্যমে বিভিন্ন এক্সচেঞ্জে যে রেট পাওয়া যাচ্ছে, সেগুলো দেখে নিন এক নজরে
মানিগ্রাম (ব্যাংক একাউন্ট): ২৯.৮৪ টাকা।
মানিগ্রাম (ক্যাশ পিক-আপ): ২৮.৯০ টাকা।
মানিগ্রাম (বিকাশ): ২৯ টাকা।
আলদার এক্সচেঞ্জ: ২৯.৮২ টাকা।
আলজামান এক্সচেঞ্জ: ২৯.৮২ টাকা।
গালফ এক্সচেঞ্জঃ ২৯.৮২ টাকা
গালফ এক্সচেঞ্জ (বিকাশ): ২৯.৮২ টাকা।
এরাবিয়ান এক্সচেঞ্জ: ২৯.৮২ টাকা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখুন এখানে ক্লিক করে
কাতারের আরও খবর
গালফ বাংলা
