যেভাবে আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিল তালেবান স্পেশাল ফোর্স (ছবি)

গতকাল ৩০ আগস্ট আফগানিস্তানের স্থানীয় সময় রাত ১২টায় শেষ আমেরিকান সৈন্যরা কাবুল ছেড়ে চলে যায়। এর পরপরই পুরো বিমানবন্দরের নিয়ণ্ত্রণ নেয় তালেবান স্পেশাল বাহিনী।

এ সময় তারা বিজয় উদযাপন করেন নানা ভঙ্গিমায়। সেসবের কিছু ছবি।

বিজয়ের কৃতজ্ঞতায় সেজদা আদায় করছেন তালেবান সেনারা
তালেবানের নতুন বিশেষ বাহিনী
শেষ আমেরিকান উড়োজাহাজের ছবি তুলে রাখছেন একজন তালেবান সেনা

কাতার-তুরস্ক যৌথভাবে কাবুল বিমানবন্দর পরিচালনা করবে

Loading...
,