যেভাবে মোবাইলে দেখবেন কাতার বিশ্বকাপ
যান্ত্রিকতা আর প্রযুক্তির ছোঁয়ায় একবিংশ শতাব্দিতে এসে ‘দু-দণ্ড’ ব্যস্ততাহীন সময় খুঁজে পাওয়া দায়।
এখন ‘নাটোরের বনলতা সেন’ ব্যস্ত রয়েছেন ডিজিটাল পর্দায়। তবে আপাতত সেখানে স্বস্তি এনে দিয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ।
নানান ব্যস্ততার মাঝেও দেখে নিতে পারেন ওই ডিজিটাল পর্দায় বিশ্বকাপের ম্যাচগুলো। তাতে কিছুটা বিনোদন এবং কাজের মাঝে বিশ্রাম হতে পারে।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে বিশ্বকাপের তিনটি চ্যানেলে খেলা দেখা যাবে। বরাবরের মতো এবারও খেলা দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে।
বেসরকারি টিভি চ্যানেল- জিটিভি এবং টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপ। এ ছাড়া রেডিওতে শোনা যাবে খেলার ধারাভাষ্য।
মোবাইলে র্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের খেলা। সেক্ষেত্রে রয়েছে সাবস্ক্রিপশন ফি। তবে খরচ বাদে খেলা দেখা যাবে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে।
এখানে ক্লিক করুন এবং পছন্দের চাকরি বেছে নিন।
মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখাবে সম্পূর্ণ বিনামূল্যে।
কাতারে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বহুজাতিক কোম্পানি রিলায়েন্সের ভায়াকম ১৮ মিডিয়া।
ইতোমধ্যে স্পোর্টস ১৮ নামে একটি চ্যানেল খুলেছে তারা। তাতে সরাসরি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে।
এছাড়া ল্যাপটপ কিংবা স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করে ইংরেজি, হিন্দি, বাংলা, মালয়লম ও তামিল ভাষায় উপভোগ করা যাবে বিশ্বকাপ। সেজন্য অতিরিক্ত কোনো খরচ হবে না। জিও সিনেমাতে বিনামূল্যে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে।
২০ নভেম্বর বিশ্বকাপের খেলা শুরু হয়ে শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। কাতারের পাঁচ শহরের আটটি স্টেডিয়ামে খেলা হবে ৬৪ ম্যাচ। দল রয়েছে ৩২টি।
আরও খবর পড়ুন
- ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের কাছে অতিরিক্ত ভাড়া দাবি: দেখার কেউ নেই
- যেসব পেশার প্রবাসীরা পাচ্ছেন সৌদি আরব ভ্রমণের মাল্টিপল ভিসা
- প্রবাসীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বাড়ল
- সোনা চোরাচালানের অপরাধে বাংলাদেশি বিমানবালার ১০ বছর জেল
- প্রবাসীরা কীভাবে দেশের বাহির থেকে ই-পাসপোর্ট করবেন- বিস্তারিত জেনে নিন
এনটিভি
