রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা
এখন থেকে রিটার্ন পারমিট ছাড়াই কাতারে ফিরতে পারবেন প্রবাসীরা। কাতারে হামাদ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আব্দুল্লাহ আলজিসমি এই তথ্য জানান।
১২ জুলাই সোমবার থেকে কাতারে এই নিয়ম কার্যকর করা হবে। এর ফলে এখনো যারা বাংলাদেশে আটকে আছেন, তারা কাতারে ফেরার সুযোগ পাবেন।
ক্যাপ্টেন আব্দুল্লাহ বলেন, যদি কাতারে প্রবেশের জন্য সবকিছু ঠিক থাকে, অর্থাৎ যদি আইডির মেয়াদ থাকে এবং কাতারের বাইরে ৬ মাস অতিক্রম না হয়ে থাকে, তবে করোনা পরিস্থিতির আগে যেভাবে বিদেশি কর্মীরা কাতারে আসা-যাওয়া করতেন, সেভাবেই আসা-যাওয়া করতে পারবেন।
ক্যাপ্টেন আব্দুল্লাহ বলেন, পুরো পরিস্থিতি সেই করোনার আগের নিয়মে চলে আসবে। তাই কোনো ধরণের এন্ট্রি পারমিটের প্রয়োজনীয়তা আর নেই।
তবে কাতারের বাইরে যাদের ৬ মাসের বেশি সময় পার হয়েছে, বা যাদের আইডির মেয়াদ শেষ, তারা আগে যেভাবে আবেদন করে ফি ও জরিমানা পরিশোধ করে কাতারে আসতে পারতেন, সেভাবেই আসতে পারবেন। তবে সেজন্যও নতুন করে এন্ট্রি পারমিটের আবেদন করতে হবে না। বরং কাতার সরকারি ওয়েবসাইট হুকুমির মাধ্যমে রিনিউ ফি পরিশোধ করা যাবে।
ভিডিওতে দেখুন কাতারে কোয়ারেন্টাইন প্রত্যাহারের সব বিস্তারিত
